যুক্তরাষ্ট্রে বন্দুক হমলায় ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ অক্টোবর ২৬, ১১:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টন শহরে গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লিউইস্টন পুলিশ সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে বুধবার (২৪ অক্টোবর) একটি বার এবং বোলিং ক্লাবসহ একাধিক স্থানে এই গুলির ঘটনায় আরও অন্তত ৫০ থেকে ৬০ জন আহত হয়েছে।

জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে লুইস্টন পুলিশ জানিয়েছে, বার এবং বোলিং অ্যালিতে গুলির ঘটনায় জড়িত ৪০ বছর বয়স্ক রবার্ট কার্ড নামে একজনকে চিহ্নিত করেছে তারা।

পুলিশ এর আগে ওই ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্যের জন্য জনসাধারণকে অনুরোধ করে তিনটি ছবি পোস্ট করেছিল যেখানে একটি সাদা গাড়িতে, আধা-স্বয়ংক্রিয় রাইফেল হাতে ওই ব্যক্তিকে দেখা যায়।

লিউইস্টন পুলিশ জানায়, তিনটি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালানো হয়েছে যার মধ্যে র‍য়েছে স্পেয়ারটাইম রিক্রিয়েশন বোলিং অ্যালি, স্কিমঞ্জিজ বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ এবং একটি ওয়ালমার্ট বিতরণ কেন্দ্র।

লিউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার একটি বিবৃতিতে জানিয়েছে এই গুলির ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য এলাকার হাসপাতালের সঙ্গে তারা সমন্বয় করছে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework